অলিউল হক ডলার,নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বেলা ১০টায় নাচোল মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় নাচোল উপজেলার ৫টি কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে সংগীত, আবৃত্তি, চিত্রাংকন, দৌড় ও বালিশ চালানো প্রতিযোগীর আয়োজন করা হয়।
এতে ৫টি ইভেন্টের ১৫জন প্রতিযোগীকে প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকে সম্মননা স্বারক ও সনদপত্র বিতরণ করা হয় এবং সকল অংশ গ্রহনকারী প্রতিযোগীকে শান্তনা পুরস্কার দেয়া হয়।
পুরস্কার বিতরণ ও আলোচনাসভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মশিউর রহমান বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ওয়ালিউল্লাহ, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার আয়েশা খাতুন, আইজি প্রকল্পের ট্রেইনার মোঃ রকি ও সুলতানা খাতুনসহ সকল সংগীত ও আবৃত্তি শিক্ষকবৃন্দ।
Comments are closed.