নাচোলে বিএনপির ঈদ পূর্নমিলোনী অনুষ্ঠিত

0 ১৯৫

অলিউল হক ডলার, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঈদ পূর্নমিলোনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্প্রিতিবার বিকাল ৫টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নাচোল মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে উপজেলা বিএনপির আহবায়ক এম. মজিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচীব ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।

এছাড়া অন্যান্যের বক্তব্য রাখেন পৌর বিএনপি আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচীব গোলাম রাব্বানী, নাচোল ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক,বিএনপি নেতা খাইরুল হক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক তন্ময় আহম্মেদ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ। বক্তারা,বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন।

এছাড়া সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার,অনতিবিলম্বে সরকার ভেঙ্গে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনের দাবী জানান। আলোচনা শেষে মহিলা কলেজ থেকে একটি র‌্যালি বের হয়।

Leave A Reply

Your email address will not be published.