নাচোলে বিএমডিএ’র ডিপ অপারেটর সেচের পানি না দেওয়ায় ধানের জমি ফেটে চৌচির!

0 ৬৯

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএমডিএ’র সহকারী প্রকৌশলীর অব্যবস্থাপনায় ও ডিপ অপারেটরের দাপটে ধান লাগানোর ২৭দিন পরও জমিতে সেচ পাচ্ছেন না জমির বর্গা চাষী ইলিয়াস উদ্দীন। অপরেটার ওই জমিতে সেচ না দেয়ার ফলে ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। সরেজমিনে দেখাগেছে, উপজেলার রুদ্রকুন্ড মৌজার ৪০৮ দাগের ২বিঘা জমির মালিক ওই গ্রামের মৃত ইয়ার মন্ডলের ছেলে জালাল উদ্দিন। বিএমডিএ’র রুদ্রকুন্ড-১ গভীর নলকুপটি গত ৫বছর পূর্বে জালাল উদ্দীনের জমির অপর প্রান্তে প্রায় ৫৩ফিট দুরে স্থানান্তর হয়। উল্লেখ্য, ওই নলকুপটির হেডার ট্যাংকি(ওয়াটার ডেলিভারী হাউজ)টি পূর্বের স্থানে থেকে যায়। জমির মালিক জালাল উদ্দীন হেডার টাংকিটি নলকুপের পাশেই স্থানান্তরের দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে বিএমডিএ’র নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিমের নিকট ইতিপূর্বে আবেদন করেন ওই জমির বর্গাচাষী ইলিয়াস উদ্দিন। কিন্তু রহস্যজনক কারণে বিএমডিএ’র সহকারী প্রকৌশলী বিষয়টি কৌশলে এড়িয়ে যান। ওই ডিপের পানি কাঁচা ড্রেনে ফেলে দুর দিয়ে ঘুরে ওই হাউজে ফেলা হচ্ছে। এরই জের ধরে আওয়ামীলীগের দাপুটে অপারেটর মোসাঃ খালেদা বেগমের পিতা একরামুল হক জমির মালিক জালাল উদ্দিনের ২বিঘা জমিতে সেচ দিচ্ছেনা। ওই জমির মালিক জালাল উদ্দিন অভিযোগে জানান, ওই গভীর নলকুপটি অন্যের জমিতে স্থাপিত হলেও জমির মাপযোখে তার জমিতেই পড়েছে। এদিকে ওই ডিপটির অপারেটর নিয়োগ পেয়েছে আওয়ামীলীগের দাপুটে নেতার (রাজশাহী জেলার তানোর উপজেলার মইন গ্রামে) বিবাহিত মেয়ে মোসাঃ খালেদা খাতুন। বিএমডিএ’র নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, রুদ্রকুন্ড-১ গভীর নলকুপটি অন্যত্র স্থানান্তরের সময় হেডার ট্যাংকি (হাউজ)টি নলকুপের সন্নিকটে স্থাপন করা হয়নি। অপারেটরকে পূর্বের হাউজটি ব্যবহার করতে বাধা দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ওই জমিতে শীঘ্রই সেচ দেওয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে প্রায় ২৭দিন পরেও জমিতে সেচ না দেওয়ার বিষয়ে ওই জমির বর্গা চাষী ইলিয়াস উদ্দীন জানান, নাচোল জোনের বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল করিমের অব্যবস্থাপনা ও ডিপ অপারেটরের স্বেচ্ছাচারিতায় এই জমিতে সেচ পাচ্ছেন না তিনি। ডিপ অপারেটর মোসাঃ খালেদা খাতুনের পিতা একরামুল হকের সাথে যোগাযোগ করলে তিনি হাউজের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ওই জমিতে সেচ দিবেন না বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.