নাচোলে শিশু ধর্ষন চেষ্টার আসামী গ্রেফতার

২১৮

অলিউল হক ডলার, নাচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল শিশু ধর্ষন চেষ্টার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। নাচোল থানা সূত্রে জানাগেছে, গত ৯মার্চ নাচোল বাজারপাড়া জনৈক ১১বছেরে কন্যাশিশু বাজার করার উদ্যেশে বাড়ী থেকে বের হলে মধ্য বাজারের মীরজাউল এর ছেলে শাকিল (২৩) ওই শিশুটিকে মুখ চেপে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে।

শিশুটির চিৎকারে লোকজন দৌড়ে আসলে শাকিল ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটির দাদী শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরের দিন ১০তারিখ ভিকটিমের দাদী শিরিন বেওয়া এব্যাপারে নাচোল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে শাকিল পলাতক ছিলো।

মামলা আইও এসআই লালন জানান গত ২২ তারিখ মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলি গোপন সংবাদের ভিত্তিত্বে মাহারাজপুর বোকাপরা এলাকায় অভিযান চালিয়ে ধৃত শাকিলকে গ্রেফতার করেন। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Comments are closed.