নাচোলে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিবস পালিত

১৮৭

অলিউল হক ডলার: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মধ্যবাজার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহতদের আত্মার শান্তি ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ একে জোহা পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, নেজাম পুর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র বর্মন, সুইডেন প্রবাসী আওয়ামীলীগ নেতা তরিকুল আলম, আওয়ামীলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Comments are closed.