নাচোল থানা গেটের সামনে একটি দোকান পুড়ে ছাই

0 ১৪৬

অলিউল হক ডলার,নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা গেটের সামনে আগুন লেগে একটি দোকান পুড়ে ছাই। গতকাল সোমবার দিবাগত রাত ২টার সময় নাচোল থানা গেটে সামনে একটি চায়ের স্টল পুড়ে ছাই। দোকান মালিক নাচোল বাজারের মাইনুল ইসলাম রজব এর ছেলে মনিরুজ্জামান শুভ দাবী, সে গত রাত ১.৩০মিনিটে চায়ের দোকান বন্ধ কর বাড়ী যায়।

পরে নাইট গার্ড উজ্জল দোকানে আগুন লাগার সংবাদ দিলে আমার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে আগুন লাগা দেখতে পেলে ফায়ার সার্ভিস কে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলেই পৌছানোর আগেই যমুনা ফ্রিজ(২০সেপটি), রাউটার ,বক্স, কোমল পানীয়, মুদিখানার মালামল, প্লাস্টিক চেয়ার ,টেবিলসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

শুভর দাবী হিংসার বসঃবরতী হয়ে কে বা কাহারা আমার দোকানে আগুন দিয়েছে। আমার পরিবারের সদস্যদের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিরন আলী জানান, বৈদ্যুতিক শট-সার্কিট এর কারনে সেখানে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বৈদ্যুতিক শট-সার্কিট এর কারনে আগুন লেগেছে বলে নাচোল ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.