নাটোরের অগ্নিকান্ডে প্রায় ২০ টি বাড়ী পুড়ে ভস্মিভুত

0 ২৬২
সোহেল রানা, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার রান্নার চুলা থেকে অগ্নিকান্ডে প্রায় ২০ টি টিনের কাঁচা বাড়ী পুড়ে ভস্মিভুত হয়েছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।  রবিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি।
অগ্নিকান্ডের খবর পেয়ে নলডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকিসহ ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান। এছাড়া ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে তাদের সহায়তা করা হবে বলে জানান।
নাটোর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সর উপ সহকারী পরিচালক একেএম মুরশেদ ও এলাকাবাসী জানান, বাঁশিলা উত্তরপাড়া গ্রামের খলিলের বাড়ীর রান্নার চুলার আগুন থেকে রান্না ঘরে আগুন ধরে। পরে মুহুত্বেই আগুন ছড়িয়ে পড়ে আসেপাশের টিনের বাড়ীগুলোতে।
ঘটনাটি স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় এবং আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে। তবে এখনো কোন ক্ষয়ক্ষতির হিসেব করা সম্ভব হয়নি।

Leave A Reply

Your email address will not be published.