নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় অটো রিক্সা নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে চালক আবুল কালাম আজাদের (৩৮) মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বামনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম আজাদ উপজেলার হরিদাখলসি গ্রামের ফজলুর রহমানের ছেলেও অটোরিক্সা চালক।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান, অটোচালক আবুল কামাল উপজেলার নলডাঙ্গা বাজার থেকে হার্ডওয়ারের মালপত্র ক্রয় করে নিজ গ্রামে ফিরছিলেন। পথে বামনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রীজের সংযোগ সড়ক দিয়ে ব্রীজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাটি ব্রীজের পাশে খাদে পড়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে