নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান খানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যান সহ চালক আফতাব আলীকে আটক করা হয়। নিহত সিদ্দিকুর রহমান খান বনপাড়া পৌর এলাকার মৃত রাজন খানের ছেলে ও বনপাড়া পৌরসভার তিন নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার উপজেলার বনপাড়ায় বনপাড়া-পাবনা মহাসড়কের খাদ্য গুদামের সামনে এ দূর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে বনপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন সিদ্দিকুর রহমান খান। পথে বনপাড়া বাজারে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে পাবনা থেকে নাটোর গামী একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন তিনি।
ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ কভার্ড ভ্যান সহ চালককে আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
বনপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি বনপাড়া পৌর সভার মেয়র কেএম জাকির হোসেন অভিযোগ করেন মহাসড়কের মত গুরুত্বপূর্ণ স্থানে একটি সড়কে একটি লেন বন্ধ করে দিয়ে প্যান্ডেল করে সেখানে নাটোর-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের একটি অনুষ্ঠানের আয়োজন করায় এ ধরণের দূর্ঘটনা ঘটেছে যা দুঃখজনক। তিনি প্রশাসনের প্রতি এর সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান।
অপরদিকে নব নির্বাচিত সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন হাজীদের একটি সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য ওই প্যান্ডেল করেছিলেন। সেই অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলেন। প্রকৃতপক্ষে ওই স্থানে নয় সেখান থেকে কিছু দূরে দূর্ঘটনাটি ঘটেছে এবং যিনি মারা গেছেন তিনি তার ফুপাত ভাই।