নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় সাকিবুল ইসলাম সোহাগ (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সোহাগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার অগ্রণী ব্যাংকে আনছার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। গতরাতে কর্মস্থল থেকে ফিরে চাচাতো ভাইয়ের স্ত্রী লাবনী খাতুনের বাড়িতে যান তিনি। পরে রাত সাড়ে ১১টার দিকে লাবনীর চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা সেখানে গিয়ে সোহাগকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাবনী খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাবনীর সাথে সোহাগের পরকীয়ার জেরে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।