নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় শামীম হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন সিংড়া উপজেলার কতুয়াবাড়ী গ্রামের নুর মোহম্মদের ছেলে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আব্দুর রহিম ও স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে শামীম হোসেন তার মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ী বাজার হইতে ধুপইল বাজারে যাচ্ছিল। পথে বিপরিত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি তাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে শামীম হোসেন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার এবং মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে। তবে ট্রলির চালক পালিয়ে যায়।