নাটোরের সিংড়ায় খালের পানিতে ডুবে প্রাণ গেল এক শিশু

0 ১৮৯
নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় খালের পানিতে ডুবে রিমা খাতুন (৫) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কাউয়াটিকরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা একই গ্রামের রিপন ফকিরের মেয়ে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলছিল ওই শিশু। হঠাৎ তাকে দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর দেড়টার দিকে পাশের খালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা।
ওসি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.