নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় খালের পানিতে ডুবে রিমা খাতুন (৫) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কাউয়াটিকরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা একই গ্রামের রিপন ফকিরের মেয়ে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলছিল ওই শিশু। হঠাৎ তাকে দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর দেড়টার দিকে পাশের খালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা।
ওসি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।