নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় এক স্কুল ছাত্রী নিহত

0 ১২৫

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় তৃষা রাণী নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় মোটর সাইকেল চালক তৃষার বাবাও আহত হয়। সোমবার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগুইন বালুভড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই ছাত্রী তার বাবার সাথে মোটর সাইকেলে করে সিংড়ার এক আত্মীয় বাড়ি থেকে তান বাবান সাথে বাগাতিপাড়ায় তাদের নিজ বাড়িতে ফিরছিল।

নিহত তৃষা রাণী বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকার তাপস কুমারের মেয়ে এবং সে ৮ ম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কে সম্প্রসারিত কাজ চলমান থাকার কারনে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তৃষা রাণী তার বাবার সাথে সিংড়া থেকে মোটার সাইকেলে বাগাতিপাড়ায় যাওয়ার পথে সিংড়া পৌরসভার নিংগুইন বালুভড়া এলাকায় ঝাঁকুনিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এসময় বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী তৃষা রাণী।

মোটর সাইকেল চালক তাপস আহত এবং মোটর সাইকেলটি দুমরে মুচরে যায়। স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক তাপস কুমারকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ ট্রাকটি আটক করল্ওে চালক ও হেলপার পালিয়ে যায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.