নাটোরের সিংড়ায় নিজ বাড়ীতে রাতের খাবার খেয়ে দুই বোনের মৃত্যু

0 ১৪১

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নিজ বাড়ীতে রাতের খাবার খেয়ে ফীমা খাতুন ও ফারিয়ার খাতুন নামে দুই বোনের মৃত্যু হয়েছে। গতরাতে বগুড়ার নন্দীগ্রামের একটি হাসপাতালে মারা যায় বড় বোন ফীমা খাতুন ও বৃহস্পতিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ছোট বোন ফারিয়ার খাতুন। নিহতরা হল মালেশিয়া প্রবাসী নাজিম উদ্দিনের মেয়ে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, রামানন্দ খাজুরা ইউনিয়েনর মালকুড় গ্রামের বাসিন্দা প্রবাসী নাজিম উদ্দিনের তিন মেয়ে ও স্ত্রী নিয়ে নিজবাড়ীতে বসবাস করেন তারা। গতকাল বুধবার রাতে দুই বোন ফীমা ও ফারিয়ার খাবার খেয়ে বমি করতে শুরু করে।

বমি করতে করতে তারা অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাদের দুইজনকে পাশ্ববর্তি বগুড়ার নন্দীগ্রামের বিজরুল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার দিকে ফীমা খাতুন মারা যায়। এদিকে ফারিয়ার আবস্থার অবনতি হলে পরে রাতেই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে ফারিয়ার মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের মধ্যে টিকটিকি বা কোন প্রাণীর মল মুত্র পড়ে খাদ্য বিষক্রিয়ায় এমন ঘটনা ঘটে থাকতে পারে।

Leave A Reply

Your email address will not be published.