নাটোরের সিংড়ায় মহান বিজয় দিবসের র‌্যালী অনুষ্ঠিত

0 ৮০

নাটোর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ ও পৌর এবং অঙ্গ সংগঠনের আয়োজনে বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিজয় র‌্যালীটি সিংড়া কোর্ট মাঠ থেকে শুরু হয়ে থানা মোড়, জয়বাংলা মোড়মাদ্রাসা মোড়, বাসস্ট্যান্ড হয়ে কোর্ট মাঠে গিয়ে মিলিত হয়। বিজয় র‌্যালীতে নেতৃত্ব দেন ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জুনাইদ আহমেদ পলক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ স¤পাদক ও সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, আওয়ামী লীগ নেতা মাওলানা রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। র‌্যালীতে বাদ্যযন্ত্রের তালে তালে নৌকার শ্লোগানে মুখরিত করে তোলে। হাজার হাজার নৌকা প্রেমিক নারী-পুরুষ জাতীয় পতাকাসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকার প্রার্থী পলকের প্লেকার্ড নিয়ে অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.