নাটোর প্রতিনিধি : নাটোরের দিঘাপাতিয়া ভাটোদাড়া মন্দিরের পাশে থেকে অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি)ভাটোদাড়া এলাকার নাটোর-বগুড়া মহাসড়কের একটি ব্রীজের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মৃতদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছিম আহমেদ জানান, নাটোর বগুড়া মহাসড়কের ভাটোদাড়া মন্দিরের কাছে একটি ব্রিজের নিচে মৃতদেহ দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধদিগম্বর অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।
ধারনা করা হচ্ছে ২/৩দিন আগে এই ব্রিজের নিচে মৃতদেহটি ফেলে রাখা হয় বা পানিতে ডুবে মারা যেতে পারে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।