নাটোরে আ.লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

0 ১০৩

নাটোর প্রতিনিধি: নাটোরে বিএনপির চলমান অবরোধ কর্মসূচিতে আগুন সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার নাটোর প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে নাটোর সদর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। এসময় উপস্থিত ছিলেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া, সাবেক ছাত্রনেতা মোস্তারুল ইসলাম আলম,সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ার ম্যান আব্দুলাহ আল সাকীব বাকি সহ অন্যান্য নেতৃবৃন্দ। অপর দিকে জেলা আওয়ামীলীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করে।

এসময় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপি অবরোধ কর্মসূচির নামে আগুন সন্ত্রাস ও নাশকতা করছে। তারা শহরে টিকতে না পেরে ভোর বেলায় শহরের বাহিরে গিয়ে এসব কর্মসুচি পালন করছে। আসলে তাদের কোন জন সমর্থন নেই।

মানুষকে ভয় দেখিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যেতে চায়। কিন্তু আওয়ামী লীগ তাদের এই হীনস্বার্থ চরিতার্থ করতে দেবে না।

Leave A Reply

Your email address will not be published.