সোহেল রানা, নাটোর প্রতিনিধি: নাটোর-১ আসন (লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সহ উপজেলা আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে ঢাকায় বিভিন্ন মিডিয়ায় নিজেকে ছাত্রলীগ সভাপতি দাবী করে বক্তব্য দেওয়া টিপু সুলতান একজন সন্ত্রাসী,মাতাল ও পাগল দাবী করে উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটি সংবাদ সম্মেলন করেছে।
সোমবার উপজেলার মালঞ্চী বাজারে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাগুয়ারদিয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু,সিনিয়র সহসভাপতি আব্দুল ওহাব সহ উপজেলার বিভিন্ন নেতা-কর্মিরা।
লিখিত বক্তব্যে বলা হয় গত ৭ মে বিভিন্ন মিডিয়ার টিপু সুলতান নামে একজন নিজেকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দাবী করে বলেন, সে বিভিন্ন সময় ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পদের নেতা সহ বর্তমান কমিটির সভাপতি দাবী সহ আওয়ামীলীগের কর্মসুচিতে দূর্ঘটনায় আহত হওয়ার দাবী করেছে।
এছাড়াও সে স্থানীয় সংসদ সদস্য সহ জেলা ও উপজেলার কোন নেতাদের সহযোগীতা পায়নি তাই নিজের পায়ের চিকিৎসা করা ও পেটের ভাত জোগার করতে তিনি এক পা দিয়ে রিক্সা চালাচ্ছেন ঢাকাতে। প্রকৃত পক্ষে এই টিপু সুলতান বাড়াতিপাড়া উপজেলার কোন দিন কোন রাজনীতির সাথে জড়িত ছিলনা।
সে কখনই কোন নেতার কাছে সাহায্য সহযোগিতা চায়নি। সে এলাকার চিহ্ণিত মাদক ব্যাবসায়ী,সেবনকারী মাতাল,সন্ত্রাসী ও পাগল। এলাকায় মাদক সেবন করে মানুষকে হয়রানী করার অভিযোগে এলাকায় শালিস করে তাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন সে স্থানীয় সংসদ সদস্য সহ আওয়ামী লীগ,ছাত্রলীগ নেতাদের সুনাম নষ্ট করতে এলাকার সাবেক এমপির সহযোগীতায় এই মিথ্যা বক্তব্য প্রচার করছে। তারা এর তীব্র নিন্দা জানান।
এ ব্যাপারে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল মোবাইল ফোনে বলেন, টিপু সুলতান তার কাছে কখনই সাহায্য নিতে আসেনি। ছাত্রলীগ সহ দলের কোন নেতা বলে নয় বরং তার কাছে যে কেউ সাহায্য নিতে আসে তাদেরকে তিনি আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন। যদি টিপু সুলতান তার কাছে আসতো তাহলে তাকেও তিনি সহযোগিতা দেওয়াসহ চিকিৎসার ব্যবস্থা করতেনর। কিন্তু তার কাছে না এসে সে কারো ইন্ধনে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চলিয়ে তার এবং দলের সুনাম নষ্ট করেছে।
এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, টিপু সুলতান ছাত্রলীগের সভাপতি কিনা তা তিনি জানেন না। তবে সে তার কাছে সহযোগিতার চাওয়ায় তিনি তাকে আর্থিক সহযোগিতা করেছেন। মানবতার খাতিরে তিনি সবাইকেই তাই করেন।
সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পাবার উদ্দ্যেশ্যে তিনি টিপু সুলতানকে দিয়ে বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারণা করেছেন, এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, তিনি এমন কাজের সাথে জড়িত নন বরং তারাই টিপু সুলতানকে দিয়ে উপজেলা নির্বাচনের সময় নৌকার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল। মনোনয়ন পেতে এমন মিথ্যা প্রচারণার সাথে তিনি কখনই যুক্ত নন।