সোহেল রানা, নাটোর প্রতিনিধি: নাটোরে দলীয় নেতা-নেতা-কর্মিদের সাথে নাটোর সদর -২আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার বিতরন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে শহরের কান্দিভিটায় তার নিজ বাস ভবনে দলীয় নেতা কর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় শেষে উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মম্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল সাকিব বাকিসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ,মহিলা লীগ ও কাউন্সিলর বৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে এমপি শিমুল বলেন, নাটোরে এখন দলীয় নেতা কর্মীদের মুল্যায়ন নাই। তিনি কোন কারনে তার নির্বাচনী এলাকার বাহিরে থাকলেই নেতা- কর্মিদের ওপর হামলা করছে। আমাদের কর্মীরাই এখন পরাধীন। প্রধানমন্ত্রী বলেছেন এতো বড় বড় ইফতার পার্টি না করে দলীয় নেতা কর্মীদের নিয়ে ইফতার করতে। সেই ধারাবাহিকতায় নেতা- কর্মিদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।