নাটোরে জাতীয় ভোটার দিবস পালন

0 ১৪৫
 নাটোর প্রতিনিধি:  ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে বৃহস্পতিবার জেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল দশটায় কালেক্টরেট ভবন চত্বরে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান। জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক স্বাগত বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহন করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।
দিবসটি উপলক্ষ্যে জেলা নির্বাচন অফিসে চত্বরে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.