নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বালি বহনকারী ট্রলির ধাক্কায় আইয়ুব আলী (৩২) নামে এক স্কুল শিক্ষকের নিহত হয়েছে। সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক আইয়ুব আলী সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের হাজী আকবর আলীর ছেলে এবং চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ মে) সকালে শিক্ষক আইয়ুব আলী বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চৌগ্রাম স্কুলে যাওয়ার জন্য বের হন। উপজেলার চৌগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বালি বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে এসে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই শিক্ষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রলি চালক শাকিলকে আটক করেছে পুলিশ।
ঝলমলিয়া হাইওয়ে থানার পরিদর্শক রেজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
Comments are closed.