নাটোরে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ২

0 ৫৮
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রাক ভ্যানে সংঘর্ষে দুইজন নিহত।
সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি নাছির উদ্দিন ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের কদিমচিলান মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
খুলনা থেকে বনপাড়াগামী একটি ট্রাক চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছে গিয়ে আটকে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালক আলপু (৬০), পিতা ইসারুদ্দিন, গ্রাম ডাঙ্গাপাড়া, নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালক মোঃ মোস্তাকিম (২৪), থানা কচুয়া,কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সকাল তিনিও মৃত্যুবরণ করেন।
ওসি নাছির উদ্দিন জানান , মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.