নাটোরে নলডাঙ্গায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৯৬

নাটোর প্রতিনিধি: আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নাটোরে নলডাঙ্গায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) কৃষক প্রশিক্ষণ নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ মশিউর রহমান ।  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ ফৌজিয়া ফেরদৌসের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন নলডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কিশোয়ার হোসেন সহ অন্যান্য রিসোর্স পার্সন।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান হাবিব,উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুলদৌলা খোকন। দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩০ জন করে প্রশিক্ষনার্থীসহ মোট ৬০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেছেন।

Comments are closed.