নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় দাতা ও গ্রহিতার মধ্যে দলিল রেজিস্ট্রির মধ্যো দিয়ে শুরু হলো নলডাঙ্গা সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে নলডাঙ্গা উপজেলায় জেলা পরিষদের ডাকবাংলায় সাবরেজিস্টার অফিসের অস্থায়ী কার্যালয়ে দলিল লেখক মোঃ সাইদুর রহমান বিটলের গ্রাহক (কাস্টমার) দাতা আশারাফ আলী ও গ্রহীতা শমসের আলীর মধ্যে ৩৩ শতাংশ জমির হেবা ঘোষণা দলিলে স্বাক্ষর করে শুভ সূচনা করেন সাবরেজিস্টার গোলাম সারোয়ার।
দলিল লেখক মোঃ সাইদুর রহমান বিটল বলেন, আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। কোন ভাবে যেন মানুষদের দুর্ভোগ পোহাতে না হয়। নলডাঙ্গা উপজেলার দলিল লেখক সমিতির দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, নলডাঙ্গায় এ কার্যক্রমের মাধ্যমে হয়ার ফলে নলডাঙ্গা বাসীর জনদুর্ভোগ কমলো।
উপজেলা দলিল লেখক মোঃ গাজি সরদার বলেন উপজেলা বাসির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আজ শুভ উদ্ধোধন হলো আজ প্রথম দিনে শতাধিক দলিল রেজিস্টি হবে বলে আশা করছি। এর আগে ২৪ ফেব্রয়ারী( নাটোর -নলডাঙ্গা)-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল উদ্বোধন করেন।