নাটোরে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

0 ১৫৩

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ধলাট ,রবিরহাট ,জয়নগর, জাঠীয়ান ও ভবানীপুরে ভেদরার বিল অধ্যুষিত ও পাশের বিলের তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধে ও প্রশাসনের পক্ষ থেকে অনুমোদন না দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভূমি সুরক্ষা ও সমাজ উন্নয়ন সংগঠন।

সোমবার বিকেলে জয়নগর প্রাথমি বিদ্যালয় সংলগ্ন বিল এলাকায়এই এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম বুলবুল , সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন , সহ-সভাপতি ওসমান গনি খান সহ এলাকা সাধারণ কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, এই ভেদরার বিল দিয়ে ১২ টি নালার পানি নিষ্কাসিত হয়ে থাকে।

এই পুকুর খননের ফলে পানি নিষ্কাসিত না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং বিস্তীর্ণ এলাকার জমিতে ফসল হবে না। তাই অনতি বিলম্বে এই পুকুর খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন তারা। যদি ৭ দিনের মধ্যে পুকুর খনন বন্ধ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে বলেও তারা হুমকি দেন।

Leave A Reply

Your email address will not be published.