নাটোরে পুলিশ পরিচয়ে প্রতারণা যুবক গ্রেপ্তার

0 ২০৫

নাটোর প্রতিনিধি: নাটোরে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মিজানুর রহমান নামে পুলিশের এক ভুয়া কর্মকর্তা পরিচয়দাতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। গত রাতে লালপুর উপজেলার গোপালপুরের দাইড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মিজানুর রহমান বাগাতিপাড়া উপজেলার চন্দ্র্রখৈর গ্রামের মৃত আফছার সরকারের ছেলে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান র‌্যাব।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, মিজানুর রহমান তার ফেসবুকের মাধ্যমে ভিকটিমের সাথে পরিচিত হয়। সে ফেসবুক আইডিতে পুলিশের ছবি আপলোড করে নিজেকে পুলিশ সাব-ইন্সপেক্টরের পরিচয় দিত। পরিচয়ের এক পর্যায়ে ম্যাসেঞ্জারে কথাবার্তা বলার সময় সে বিশ্বাস জমিয়ে কৌশলে ভিকটিমের কিছু গোপন ছবি সংগ্রহ করে।

পরে সে ভিকটিমকে শারীরীক সম্পর্কের প্রস্তাব দিলে ভিকটিম রাজি হয়না। এ সময় সে গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছে থেকে বিভিন্ন সময় এবং বিভিন্ন মাধ্যমে এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তার ধারনকৃত গোপন ছবি ফিরিয়ে দেয়ার কথা বলে ১২ মে ভিকটিমের বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং তার কাছে থেকে ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে দু’দফার ভিকটিমের কাছে থেকে আরো ৩৩ হাজার টাকা নেয় সে। এরপরও সে ভিকটিমের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতে থাকলে ভিকটিম নিজে বাদি হয়ে তার বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে অভিযুক্ত মিজানুর রহমান গ্রেফতার এড়াতে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়। র‌্যাব এর বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে তাকে লালপুর থেকে গ্রেফতার করে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.