নাটোর প্রতিনিধি: নাটোরে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল ম্যাচে বালক বিভাগে লালপুর চারজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গুরুদাসপুরের নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে।
অপরদিকে মেয়েদের খেলায় বাগাতিপাড়া পেড়াবাড়ীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গুরুদাসপুর চাচকৈর খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ৩-০ গোলে পরাজিত করে।
উক্ত ক্রিয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধান গন।