নাটোরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের আনন্দ র‌্যলি

0 ৩৩৮
নাটোর প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মূচির অংশ হিসেবে হরিজন জনগোষ্ঠী মর্যাদা ও মানবাধিকার প্রতিষ্ঠার একটি অরাজনৈতিক সংগঠন এর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যলি অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকেলে হরিজন কলোনী  থেকে এক বর্ণাঢ্য রেলি বের  করা রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় হরিজন কলোনী তে এসে শেষ হয়।সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত ।
আলোচনা সভায় উপস্থিত হরিজন ঐক্য পরিষদের সভাপতি   শ্রী লক্ষণ জমাদার, সাধারন   সম্পাদক সবুজ জমাদার, সহ সভাপতি মানিক, সাংসঠনিক সম্পাদক বিনোদ হাড়ী, কোষাধাক্ষ্য সঙ্গীত হাড়ী, প্রচার সম্পাদক ঝন্টু হাড়ী,মহিলা সম্পাদক বাটুলি রানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.