নাটোরে বালু বোঝাই ড্রাম ট্রাকের চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত ॥ আহত-৩

১২৮

নাটোর প্রতিনিধি: নাটোরে বালু বোঝাই ড্রাম ট্রাকের চাপায় সুমন আহমেদ নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এসময় দুর্ঘটনায় সুমন আহমেদের স্ত্রী রিশা খাতুন সহ অন্তঃত ৩ জন আহত হয়েছেন। সুমন আহমেদ নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ছোট ভাই। তিনি নাটোর ব্রাক ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিহত সুমন আহমেদের স্ত্রী ফারিয়াতুল রিশাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁকিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮ টার দিকে স্ত্রী সহ মাদ্রাসা মোর এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুমন আহমেদ। এসময় বগুড়া থেকে আসা একটি দ্রুতগামী বালু বোঝাই ড্রাম ট্রাক তাদের সহ একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন আহমেদের মৃত্যু হয়। দূর্ঘটনার সুমনের স্ত্রী সহ অন্তঃত দুই জন অটোরিকশা যাত্রী আহত হন। এ সময় স্থানীয়রা ড্রাম ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে এবং আটক চালক ও চালকের সহকারীকে পুলিশ হেফাজতে নেয়। নিহত সুমন আহমেদের স্ত্রী ফারিয়াতুল রিশাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সুমন আহমেদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।