নাটোরে বাসের নিচে চাপা পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

0 ১৭৫

নাটোর প্রতিনিধি: নাটোরে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক মোহম্মদ রজব আলী নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার তেবারিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রজব আলী বাগাতিপাড়ার সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই উপজেলার ফাগুয়ারদিয়ার গ্রামের বাসিন্দা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে তিনি বাড়ী থেকে মোটরসাইকেল যোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অফিসিয়াল কাজের জন্য নাটোরে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের তেবারিয়া এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়েন তিনি।

এতে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই চালক রজব আলীর মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাটি দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি ঘটনাস্থলেই রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.