
এ ঘটনার জন্য সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেছেন জেলা বিএনপির সদস্য দেওয়ান শাহীন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।১ এপ্রিল ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী নাটোর উপশহর মাঠে অবস্থান কর্মসূচী ঘোষনা করে বিএনপি।একই সাথে সেখানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে পাল্টা কর্মসূচী অনুযায়ী একই মাঠে একই দিন শান্তি সমাবেশের ডাক দিয়ে রাত থেকে মাইকিং শুরু করে নাটোর পৌর আওয়ামী লীগ।এ ঘটনায় চলছে উত্তেজনা।