নাটোর প্রতিনিধি: বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির নাটোরে তৃতীয় দিনের মত পালিত হয়েছে। বৃহস্পতিবারেও সকাল থেকে ছোট ছোট যানবাহন ছাড়া কোন দুরপাল্লার ও আন্তঃজেলা বাস চলাচল করতে দেখা যায়নি। বাস টার্মিনালে ঢাকাগামী কোচ কাউন্টার ও আন্তঃজেলা বাস কাউন্টারগুলো বন্ধ থাকতে দেখা গেছে।
ফলে বিপাকে পড়েছে অফিসগামী যাত্রীরা। অতিরিক্ত টাকা খরচ করে ছোট ছোট যানবাহনে করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের। অবরোধে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছাড়াও একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।
তবে শহরের কোথাও অবরোধকারীদের পিকেটিং করতে দেখা যায়নি। সাড়া দেশের সাথে নাটোর থেকে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। অবরোধের জন্য ট্রেনের সিডিউলে কোন সমস্যা দেখা দেয়নি।