নাটোরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

0 ৮৪

নাটোর প্রতিনিধি: ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবী আদায়ে নাটোরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এই কর্মসুচি পালন করা হয়। সংবাদ সম্মেলনে দাবী-দাওয়া সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আসাদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলামসহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নাটোর অঞ্চলের ইউনিট নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। লিখিত বক্তব্যে বলা হয় বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনার ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হয়।

কিন্তু দীর্ঘ দিনেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি। শিক্ষার মত গুরুত্বপূর্ণ সেক্টরে ৪র্থ গ্রেডের ওপরে আর কোন পদ নেই। অধ্যাপক পদটি তৃতীয় গ্রেডে উন্নীত করা এবং আনুপাতিক হারে ১ম ও ২য় গ্রেডের সৃষ্টি জরুরী হয়ে পড়েছে।

এ অবস্থায় তাদের দাবী আদায়ের লক্ষ্যে চলতি বছরের আগামী ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মসুচি ঘোষণা করেন তারা। এতেও যদি দৃশ্যমান অগ্রগতি না হয় তাহলে আগামী ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন কর্মবিরতি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.