নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে আবুল কালাম ওরফে বোমা কালামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আল আমিন নামে একজনকে আটক করেছে। শনিবার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এলাকার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে। আবুল কালাম লালুপর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়ায় গ্রামের ইনছার আলীর ছেলে।
ওসি মো: মোনোয়ারুজ্জামান জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে আবুল কালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার থেকে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরপর সন্দেহজনকভাবে আল-আমিন নামে একজনকে আটক করে পুলিশ।
তার জবানবন্দিতে শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কালামের বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এলাকার পাশের এক পুকুর থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের আপন ভাই শনিবার সকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন।