নাটোরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে চ্যারিটি ফোরাম ৮৮

0 ১৫৮
নাটোর প্রতিনিধি: ‘দেশের জন্য,মানুষের পাশে’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে চ্যারিটি ফোরাম ৮৮।  ১৩ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণ করেন তারা। চ্যারিটি ফোরাম ৮৮ ও নাটোর জেলা প্যানেলের সরাসরি তত্ত্বাবধানে ১০০ জন দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের জেলা কোওর্ডিনেটর রেজাউল ইসলাম শাহীন এর নেতৃত্বে ৮৮ ব্যাচের বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন। বিতরণ কালে রেজাউল ইসলাম শাহীন জানান, সারা বাংলাদেশে সংগঠনটি দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি সংগঠনের যারা দুস্থ সদস্য আছেন তাদের পাশেও থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তিনি আরো জানান যে কোনো দুর্যোগের মুহূর্তে দেশের হয়ে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ সংগঠনটি।

Leave A Reply

Your email address will not be published.