নাটোরে হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

0 ২০৮
সোহেল রানা,  নাটোর প্রতিনিধি: নাটোরে হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।  শুক্রবার বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এ্যাড: ভাস্কর বাগচী, সাধারন সম্পাদক দেবাশীস কুমার সরকার, যুব মহাজোটের সভাপতি সুজিত ঘোষ,সাধারন সম্পাদক চন্দন নাথ, ছাত্রমহাজোটের সভাপতি কর্ণ তালুকদার, ইসকনের বর্মচারী নাম প্রেম সহ সংগঠনের নেতৃবিন্দ।
এই সময় বক্তারা বলেন আমরা সনাতন ধর্মালম্বীদের   যে আইন আছে আমরা সেই আইন ই চাই। আমরা তথাকতিথো কোন আইন মেনে নিবো না। দেশকে অস্থীতিশীল করার জন্য নির্বাচনের আগে কিছু কুচক্র মহল  হাইকোটে রিট করছে। তাই আমরা সরকারের কাছে আবেদন করছি সরকার যেন এই বিষয়টা  সঠিক ভাবে দেখে।

Leave A Reply

Your email address will not be published.