নাটোর জেলা বিএনপির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুর 

0 ১৯০
নাটোর প্রতিনিধি: নাটোর জেলা বিএনপির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুর করেছে যুব লীগ ও ছাত্র লীগের নেতা কর্মিরা। শনিবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, সদর উপজেলার তেবারিয়া ইউনিয়ন বিএনপির ৫/৭ জন নেতা কর্মি দলীয় কার্যালয়ের ভিতরে বসেছিল। এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি, সম্পাদকের নেতৃত্বে শতাধীক নেতা-কর্মি মোটরসাইকেল মহড়া নিয়ে গিয়ে দলীয় কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করতে থাকে।
পরে তারা দলীয় কার্যালয়ে টাঙ্গানো বিভিন্ন  ব্যানার ফেস্টুন সহ সিসি টিভি ক্যামেরাগুলো ভেঙ্গে রাস্তায় ফেলে দেয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

Leave A Reply

Your email address will not be published.