নাটোর প্রতিনিধি: নাটোর পৌরসভায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শুক্রবার পৌরসভা চত্বরে এই জন্মদিন পালন করা হয়। দিনের শুরুতেই জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ এবং দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মীর নাফিউ ইসলাম অন্তর, খন্দকার রোকনুজ্জামান হিরো সংরক্ষিত নারী কাউন্সিলর কোহিনুর বেগম পান্না, আয়েশা বেগম সাবেক ছাত্রলীগ নেতা শরিফুর রহমান সুমনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়াও পুরো শহর জুড়ে নানার রঙের ব্যানার ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়েছে।