নাটোর ২ আসনে নৌকার ব্যতিক্রমি প্রচারণা

0 ৮৬

নাটোর প্রতিনিধি: নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনে নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের পক্ষে নেচে গেয়ে ব্যতিক্রমি প্রচারণা শুরু করেছে তার কর্মি সমর্থকরা। আজ বুধবার বেলা ১২ টার দিকে নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়া মোড় থেকে এই প্রচারণা শুরু করা হয়।

পরে সেখানে নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল এমপি পৌঁছালে তাকে বরণ করে নেয় উপজেলার নেতা কর্মি ও সমর্থকরা। সারাদিন হালতি বিল খ্যাত নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পথে প্রান্তরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিগত সময়ের নানা উন্নয়নের কথা তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করবেন তারা। তবে নির্বাচনে এখনো অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণায় দেখা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.