নাটোর-২ ও নাটোর-১ আসনের আ.লীগ মনোনিত নৌকার প্রার্থীদের দলীয় সংবর্ধনা

0 ৮২

নাটোর প্রতিনিধি: আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (নাটোর সদর -নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলকে সংবর্ধনা প্রদান করেছে দলীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে শফিকুল ইসলাম শিমুল ঢাকা থেকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে এসে পৌঁছালে সেখানে অপেক্ষমান দলীয় হাজারো নেতা কর্মী ফুলের মালা দিয়ে তাকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করেন।

এ সময় সেখানে নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের জন্য মনোনিত প্রার্থী ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়্রী ও তার সমর্থকরাও উপস্থিত ছিলেন। পরে একটি সুসজ্জিত খোলা ট্রাকে করে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তাকে নাটোর শহরে আনা হয়।

অপরদিকে এর আগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী শহীদুল ইসলাম বকুলকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে নাটোর-১ আসন এলাকার দলীয় নেতা-কর্মীরা সংবর্ধনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য শফিকুল ইসলাম শিমুল তৃতীয় বারের মত ও শহীদুল ইসলাম বকুল দ্বিতীয় বারের মত সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলেন।

Leave A Reply

Your email address will not be published.