নাটোর-৩ (সিংড়া) আসনে প্রচারণায় প্রতিমন্ত্রী পলক

0 ৯৫

নাটোর প্রতিনিধি: নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকার প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রচারনায় নেমেছেন। রবিবার সিংড়ার হাতিয়ানদহ এলাকায় দলীয় নেতা কর্মিদের নিয়ে প্রচারণা চালান তিনি।

সারাদিন তিনি এই এলাকায় নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে থাকবেন। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি।

ভোটের মাঠে এই আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তিন বারের সংসদ সদস্য প্রতিমন্ত্রী পলকের সাথে মুল প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন আওয়ামীগ নেতা দুই বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক।

Leave A Reply

Your email address will not be published.