নাটোর প্রতিনিধি: “স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে নাটোরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার অনিমা চৌধুরি অডিটরিয়াম থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে আলোচনা সভায়¡ উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আকতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। এ সময় বক্তারা বলেন দেশে সুশাসন গড়ে তুলতে হলে তৃণমুল পর্যায়ে স্থানীয় সরকার অবকাঠামোকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
সেই লক্ষ্যে এই সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনপ্রতিনিধেদের জনগনের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে কাজ করার আহবান জানান বক্তারা।