নারী টি-২০ বিশ্বকাপ জ্যোতিরা দেশ ছাড়লেন

0 ১১৮

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ আয়োজক থাকলেও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় শেষ পর্যন্ত বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই মেগা আসর আগামী ৩ অক্টোবর শুরু হবে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
সবশেষ চারটি টি-২০ বিশ্বকাপের কোনোটিতেই ভালো পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। নেই কোনো জয়ের দেখাও, তবে বাংলাদেশ অধিনায়ক এবার সেই ধারা ভাঙতে চান। মিরপুর শের-ই বাংলায় সংবাদ সম্মেলনে জ্যোতি জানিয়েছেন জয়ের লক্ষ্যের কথা।
জ্যোতি বলেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখন পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।ব্রেকিংনিউজ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। জয়ের জন্য দলের ক্ষুধা নিয়ে জ্যোতি বলেন, ‘স্কটল্যান্ডের কথা বললেন, তারা এখন নিয়মিতই ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপের মতো জায়গায় সব দলই ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়ে আসে।’
তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে, লম্বা সময় ধরে আমাদের সবার যে ক্ষুধা, বিশ্বকাপে একটি জয়, সেটা যেন পেতে পারি। সেই লক্ষ্যই থাকবে। প্রথম ম্যাচ জিততে চাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার জন্য ও গোটা দলের জন্য বড় একটি অর্জন হবে তা।

Leave A Reply

Your email address will not be published.