নিয়ামতপুরে আইডিয়াল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0 ২১৯
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বিদ্যালয় ভবনে স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিয়াল স্কুলের পরিচালক সাদেকুল ইসলাম (রাজুর) সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুলের সভাপতি প্রকৌশলী মমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর বালিকা বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোপাল চন্দ্র, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র, চৌপুকুরিয়া (সিসিএস) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশে মনোযোগ দিতে হবে।
আলোচনা সভা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য গত (১৬,১৭ মার্চ) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.