নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম কুমার দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।