নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সেচ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান বোরো মৌসুমে পর্যাপ্ত সেচের সরবরাহের লক্ষ্যে উপজেলা সেচ কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বিএমডিএ সহকারী প্রকৌশলী হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এ সময় আরও উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সেচ কমিটির অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও সারের সরবরাহ নিশ্চিত করে এ মৌসুমে কৃষকদের সুষ্ঠুভাবে আবাদ লাগানো ও উঠানোতে যেন কোন রকমের সমস্যা না হয় সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।