নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
সভায় এনজিও ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নকারী এনজিও প্রতিনিধিরা নিজ নিজ সংস্থা ও প্রতিষ্ঠানের গৃহীত ও বাস্তবায়নধীন কার্যক্রম ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।