নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্র শিবিরের পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ মে) উপজেলা সদরের নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় সেন্টারে ব্যানার টাঙানো অবস্থায় দেখা যায়। পরে জানা জানি হলে সকাল ১০ টার দিকে স্কুল কতৃপক্ষ ব্যানারটি নামিয়ে ফেলেন।
স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের চর্তুদিকে ঘেরা বাউন্ডারি। দ্বিতল ভবনে রাতের আঁধারে দুবৃত্তরা ব্যানারটি টাঙ্গানো হয়েছে। এদিকে এসএসসি পরীক্ষা উপলক্ষে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে কোন প্রকার সভা, সমাবেশ, দেয়াল লিখন, মাইকিং, লাঠিসোঁটা নিষিদ্ধ বলে আদেশ জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ।
আদেশ জারির পরও কিভাবে নিষিদ্ধ ছাত্র সংগঠনের ব্যানার টাঙানো হলো তা প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, রাতের আঁধারে দুবৃত্তরা ব্যানার টাঙ্গিয়ে গিয়েছে। দেখামাত্র সেটি নামিয়ে ফেলা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, পরীক্ষার সময় কোন ধরনের ব্যানাট টাঙানোর সুযোগ নেই। ব্যানারটি অপসারণ করা হয়েছে।