নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা মুজিবনগর সরকার এবং তা বাংলাদেশের স্বাধীনতার ভূমিকা নিয়ে আলোকপাত করেন।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মসূচি পালিত হয়।