নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ (২য় পর্যায়) আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, সহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রান্তিকগণ।